Sunday, 25 September 2022

কবিতার মালা || বৌধায়ন মুখোপাধ্যায়

                                                                বৌধায়ন মুখোপাধ্যায় 



শ্রেষ্ঠ পুরুষ          
                                                                                                      
পাগলা তুই দূর থেকে আরও  দূরে সরে যা 
মোহাব্বত কিনে নে  ছাতিমতলায় 
তোর্ মাথাটা আরও উন্নাসিক হোক 
তুই আমাদের পৃথিবীকে চোটকে দে 
উল্টে পাল্টে রোজ নতুন পোড়া রুটি খাবি ?
কে তোকে দেবে শাকসব্জি তেল আর আতশবাজি ?
পাগলা তুই আমাকে কেন ডাকিস বারবার ?
বলিস , কনিষ্ককে জানিয়ে দিস আমার বার্তাটুকু ,
হে রাজন , কেঁদো নাকো , কিনে দেবো মাথা 

মেঘ আর সূর্যের নিচে শুয়ে থাকিস 
আমাদের উড়ালপুলের নিচে নগ্নপ্রায় 
তোর দিকে অনেক সুন্দরী মেয়েরা তাকিয়ে থাকে 
তোর নাম যে বিশুপাগলা ওরা তো জানেনা !
আমাদের মাঝে শ্রেষ্ঠ পাগল তুই , পুরুষশ্রেষ্ঠ 
নোংরা আর অযত্নে লালিত তোর বিহ্বল শরীর 
সবে জানে মনে মনে ভীষণ সেক্সের আইকন তুই 
পাগলা তুই আমাদের কাছে, কিন্তু অনেক দূরের 
তোর ভোটের আই ডি কার্ড নেই , সংসার নেই 
রোগ নেই , ক্ষোভ নেই , নারী - লিপ্সা নেই 
বিশু তুই কি ভাবে মস্তিষ্ক হারালি ?
তুই কেন আমার মতো নোস্ , অথচ আমারি মতন ?
পাগলা তুই আরও পাগল হয়ে যা  আম্মো হই  
তোর শরীরে উদাস বৃষ্টি নামুক আর কিছু তর্জমা 
তোকে কোন পরীক্ষাগারে নিয়ে যাবো বল 
যাতে প্রমান করা যায় তুই আমাদের শ্রেষ্ঠ পুরুষ !



No comments:

Post a Comment