তাজিমুর রহমান
সেলিব্রেশন
দহনেরও একটা নিজস্ব আলো থাকে
অন্তর্গত সেই উত্তাপ শুষে নেয়
জ্যোৎস্নার বিহ্বলতা কিংবা পলাশপরাগ,
বুনোফুলের গন্ধে ডুবে থাকা প্রিয় মুহূর্তগুলো
ফিরে যায় বাণপ্রস্থে
বোধহীন শূন্যতায় একা,হিমস্পর্শ...সম্পর্কের অতল ছোঁয়ায় আবৃত বর্ণের মাধুর্য
পাঠ করে নিই-- অতর্কিত শাসন
কিংবা অভিমানের কুহকে আমি তখন
এক নস্টালজিক বালক,
পথের নিজস্ব রং রূপ মেখে পদচারণা
অভিলাষী অথচ এক সংসার-শিকারি তবু সগৌরবে
সামিল হই জ্যোৎস্নাস্নাত ফুলেদের উৎসবে
No comments:
Post a Comment