রুমা তপাদার
বলো শ্রুতি
খোলা আকাশের নীচে খোলা সিঁড়ি সেই প্রথম প্রদান ভাষা-শব্দ
বলো শ্রুতি ফিস-শব্দ,
চাঁদের আলোর দিকে তাকিয়ে থেকেছি অনিঃশেষ
কী বলি এ রাত্রে শুনি প্রথমতম মাধুর্য
ছুঁয়ে যাচ্ছে শ্রী-মোক্ষম পূর্ণ নিশ্বাস
এক ধাপ এক ধাপ আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি
পূর্ণিমা হেসেছে যেই
চাঁদের অতলে তলিয়েছি সেই ঘোর ঘোর ভাব
পিছনের দিকে এক ধাপ নেমে যাচ্ছি
পায়ের পাতায় ততক্ষণে সমুদ্র হাজির
হাত দিয়ে ছুঁয়ে দেখি নীল জল...
ঘনরাত্রি ভেদ করে আমার মুখের দিকে চাঁদ তাকিয়ে রয়েছে
জোয়ার-টানের মতো অবিকল!
No comments:
Post a Comment