শান্তা ভট্টাচার্য
কুন্দ
কুন্দ ফুলের গাছের সাথে আলাপ জমাতে আসে ছোট্ট টুনটুনি
উড়ে যাবার সময় তার দুচারটি ডাক ফেলে রেখে যায় পাতার কোলে।
পরদিন আড়ি পেতে সেই একই সময় খুঁজে বুলবুলি তার দূপুর কাটাতে এসে শিসটুকু লুকিয়ে রাখে ফুলের রেনুর কাছে।
সেই একই সময় মন বাইতে বাইতে আমার প্রিয় মূহুর্তগুলো গচ্ছিত রেখে আসি গাছের শিকড়ে।
তারপর হাম্বির আলাপ গাইতে গাইতে পাখির সুখ বয়ে মন পালায় অচীনপুরে।
No comments:
Post a Comment