এলা বসু
দাহ
তখন মোমের পুতুলে আর মন ভরেনা
বেলা বয়ে যায়
ক্রমশঃ দীর্ঘতর ছায়ার আদল
নিস্প্রান পুতুলে আর মন ভরেনা
শয়ন জুড়ে দহন পায়ের তলায় দহন
পোড়া শরীর খোঁজে শুধু সমর্পণ
আরো আরো আরো গহনে
মাটি খুঁড়ে চলে শিকড়
যেখানে পদ্ম ফোটে প্রাণের
বেলা গড়িয়ে যায়
কত নৌকো ইতস্তত ঘোরে ফেরে
ফিরে আসি যদি কোথায় আসব?
ঘরেও নাহি পাড়েও নাহি
যে জন রয়েছে মাঝখানে, সে জানে, সে বোঝে
অসম্পূর্ণ পরাগ মিলনের অসম্মান!
No comments:
Post a Comment