Sunday 25 September 2022

কবিতার মালা || মৌমন মিত্র

 

                                                                           মৌমন মিত্র 


তোমাকে মা                                                                                                         

১ 

তুই বড়ো হয়ে যাওয়ার কথায় মনে হল 

ছোট্ট দু'খানা পা কবেকার দোলনা গান 

ওই ঘুমপাড়ানি আঙুল ভরে আজ স্মৃতিজার্নাল 

এইসবের ভিতর তোকে খুঁজে বেড়াই 

হাতড়াই ছোট ছোট কাগজনৌকো খেলনাবাটি দিন 


আমি কি একাই পড়ে আছি ওইখানে? 

অ্যালার্মের ঘন্টা ফুঁড়ে তোর স্কুলকাহিনি...

খুব দ্রুত আমার লেখার শ্বাসটুকুও ছিনিয়ে নেয় 


দিন আসে,সবাই চলে যায় 

তুই থাকবি বলে এসব দিয়ে কথা গড়ব ভেবেছি 

অথচ আজ অথবা কালটুকু বড়ো হতেই,

টেবিলময় লেখাদিন,হঠাৎ হাঁসফাঁস...ও মা,

ডেকে বলি, কবে যেন বড়ো হই,হারানো হারমোনিয়াম কর্ড 


মাদুরে মেঘ..তুমিও কি উঠোন পাশেই আমার ছোট্ট-পা,

দু'দশক দুধ ভরা বুকে,এখনও লুকিয়ে রাখো?


২ 

সেই কবে মা টগর ফুলের বাতাস বয়ে 

কখনও ভোর আঁচল,কোথাও হিম হিম ল্যাম্প আলো

আজও বোধ হও,এমনই ছায়া,অমন শান্ত পাঠ 


ছন্দে মিশে স্ব-স্বরলিপি,কত দুঃখজল সয়েছো

হাতের চেটোয় শুধু মা তোমার জন্য তাই.... 


আয়না কোণে যে-চোখ অতল  

জোড়া ভাঙন অভ্যেস টিপ সিঁদুর খেলা এক-ঝলক 


যদি মা আরও দীর্ঘদিন,আর ক'টা দিন,আর-একটু 


এ-অব্দি আমার সংসার,বই বাক্স ধুলোগন্ধ  

আলনার পিঠে অ-দেখা,না-ছোঁয়া,এ-জন্মটুকু থেকে যেতে…


ওই ছোটবেলা সুর... মেয়েকে লিখব ভাবি  

যা লেখা হয়নি,মা-চিহ্ন কাহিনি... সে রেখাচিত্র মৃত্যুর বহুদূর




No comments:

Post a Comment