রিনা গিরি
ফ্রেমে বাঁধানো বয়সের কাছে এলাম
অমনি জড়ো হল পূর্বকথার মুহূর্তরা
আর ঘরময় ছড়িয়ে পড়লো
পারফিউমের গন্ধের মতো টাটকা বাতাস ।
প্রান্তরে বেজে উঠে কৃষ্ণের মোহন বাঁশি
আমাকে ভাসিয়ে নিয়ে যায়
অন্য কোন মায়া জল নদীতীরে
কতোদিন ছেড়ে আসা গ্রাম।
সূর্যডোবা সাঁঝবেলা অহরহ মনে পড়ে...
No comments:
Post a Comment