Tuesday, 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় পৃথা চট্টোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় পৃথা চট্টোপাধ্যায়


ভালোবাসা, টুকিটাকি

এক হাতে মেঘ আর অন্য হাতে শূন্যতা
বালিতে কী খুঁজে চলেছে ছেলেটা?
সাপলুডো খেলায় কোনো দিন সে জেতে নি,
একটাও ল্যাডারে চড়ার সুযোগ পায় নি...

একদিন রিখটার্স স্কেলে হৃদয়ের স্পন্দন মাপতে চেয়েছিল প্রেমিকার
এরকম আরো কত কিছু ...
মেয়েটি ভয় পেয়ে চলে গেছিল 


আমার ভালো লাগে না কোনো কিছু
তোমার সঙ্গে কথা বলতে পারি না
দেখা হয় না কতদিন
কবে সবকিছু আবার আগের মতো হবে বলতে পারো রঞ্জন ?
রক্তকরবী আর কতো লাল হলে তুমি আসবে!
এত নির্জনতা নিয়ে বেঁচে থেকে যদি পাগল হয়ে যাই

সেদিন তুমিও কি আসবে আমার বুকের কাঁপন মাপতে?

তাহলে আমি পাগল হতে রাজি এখনই  ...

2 comments: