পাখি সিরিজ~১
পাখিটি রোজ আসে
জানালায়
ডানায় লেগে থাকে তীব্র ক্ষুধা ও রোদ
হাতের নরম আদর আর গুঁড়ো গুঁড়ো বিস্কুট খুঁটে খায়
বাইরে গ্রীষ্মকালীন দুঃখ শুষে নেয় ঠোঁট
কোথাও আত্মহত্যার আমিষ গন্ধ নেই
বরং নরম মেঘের ভিতর সূর্যাস্তের প্রচ্ছদ আঁকা
বঙ্কিমবাবু এই কবিতার প্রেক্ষাপট আজকাল
No comments:
Post a Comment