Friday, 15 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় বন্যা লোহার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা||  কবিতায় বন্যা লোহার


আক্ষেপ

স্পর্ধার বালি অধ্যুষিত 
ক্ষীণ প্রস্থের নদী,

দাঁড় ও জলের সংলাপ
অতিক্রম করে তোমার অতল
ছুঁয়ে দিল না যে নৌকা 

অবগাহনে তাকে পাবে না কখনো ।

গন্তব্য

আমার অন্নের যাপন । 

মুখবিবরের পৃষ্ঠতলে 
সন্নিবিষ্ট দাঁতের শ্রেণীবিন্যাস ;
সংশয়াবিষ্ট চোখে দেখি 

উচ্ছিষ্ট সঠিক না হলে 
সহজে গ্রহণ করবে কি উচ্ছন্ন !


2 comments:

  1. মুখবিবর, পৃষ্ঠতল, সন্নিবিষ্ট, শ্রেণিবিন্যাস, সংশয়াবিষ্ট ... এই গদ্যশব্দগুলি আরও হালকা হলে একটা চাবুকের সপাং থাকতো।

    প্রথম কবিতাটি অনন্য লাগলো !

    ReplyDelete
  2. ভাবনাচিন্তার স্বচ্ছতা আছে।

    ReplyDelete