Friday, 15 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় মৃণালেন্দু দাশ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় মৃণালেন্দু দাশ


ভয়ঙ্কর একটা প্রবাদ  

জল উঠে আসছে ডাঙায় , কুমিরও
ভয়ঙ্কর একটা প্রবাদ জীবন্ত হয়ে উঠছে
দ্রুত গলে যাচ্ছে গোটা শরীর শব্দহীন নৈঃশব্দে

নিশ্চিহ্ন ৷ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বায়ু অন্তিম স্বায়ুধ
স্পর্ধার আগুনে দাউ দাউ সন্দিহান ৷ ইতিহাস নড়ে চড়ে
বসছে ৷ ভূকম্পনের পরের অবস্থার মতো ত্রস্ত বিদ্ধস্ত
শ্রীহীন তৈজসপত্র  প্রাচ্য ও প্রতীচ্য —

ফিরে যাচ্ছে ক্রুর মেঘ ও মন্ত্রণা  একবস্ত্রে নৈমিষ অরণ্যে
প্রাগৈতিহাসিক অন্ধকার কক্ষের বাইরে ক্রমে জড়ো হচ্ছে
দিব্য কল্পবৃক্ষের নীচে একচক্ষু পক্ষীসকল


No comments:

Post a Comment