মন চেয়ে রয় মনে মনে ...
মেঘের ভেলায় ভেসে ভেসে চলে যাচ্ছে শ্রাবণ মাস।
নীল আকাশ থেকে গড়িয়ে পড়ছে শরতের কাচ রোদ্দুর।ওরই মাঝে কখনো কখনো লুকিয়ে থাকে রূপকথা।তবে সকলের চোখে সে ধরা দেয় না।দিন বয়ে চলে নিজের ছন্দে, রাত আসে, ভোর হয়।ঋতুর বদল হয়, গাছে গাছে ফুল ফোটে, আবার ঝরে যায়। এমনি এক পরিচিত দিনেই সে দরজায় আঘাত দেয়।দরজা খুলে দাঁড়াতেই সে বলে , না বলে না কিছুই। শুধু দু চোখ ভরে দেখে।এমন করে দেখে যেমন করে কেউ আগে কোনদিন দেখে নি। এই দেখাতে চোখের তারায় রঙ বদলায়,হলুদবনে হারিয়ে যায় নাকছাবি।আকাশ জুড়ে আগমনীর
সুর। এত প্রতীক্ষা যে জমেছিল বোঝাই যায়নি।
বুঝতে পেরে চোখের পাতা ভারী হয়ে এই প্রথম লাল রঙের লজ্জা নেমে আসে।হয়তো এরই নাম প্রেম।হয়তো নয়।কে জানে।
মন গোপনে কেবলি বলে রাখাল বালক তোমার বাঁশি বাজাও। খুলে রেখেছি জলের নূপুর ।আমায় নিয়ে চলো। একটা গোটা আকাশ বাঁশির সুরে পাড়ি দিতে হবে কম কথা তো নয়।
পুজোর ছুটির আগের দিন কলেজ ফেরত মেয়েটির চোখে তার বাড়ি ফেরার চেনা রাস্তাটা যে অচেনা হয়ে যায় সে কি পুজো আসছে বলে ? ওই বিশাল বটগাছটাকে জড়িয়ে ধরে ঢল ঢল যে লতাটি দুলছে তার বেগুনি ফুলের ভেতর সোনা রঙের টোপ, বাতাসের সুগন্ধ, আকাশের আবির সবই যেন নতুন।কানে কানে কে যেন ফিসফিস করে বলে ,'ঢেউ দিয়েছে জলে'। সদ্য পরতে শেখা শাড়ি বুকের ওপর টেনে নিয়ে কি যেন আড়াল করে মন।
শরতের মেঘ জানলায় এক ঝলক বৃষ্টি এনে দিলে চোখে পড়ে মেঘের ভেতর আলো , আলোর ভেতর জল, জলের ভেতর ছায়া।জানলার কাচে সব গড়িয়ে গড়িয়ে পড়ে। মনে হয় হারিয়ে যাবে না তো এই যে জীবনের ভেতর আরেকটা জীবন ঝলমল করছে, তা হারিয়ে যাবে না তো কোন এক সকালে? কেবল দিতে ইচ্ছে হয়।সেই দু চোখের মুগ্ধ দৃষ্টির কাছে সবটুকু কেবল দিতে চায় মন।
তবু পানপাত্র যে ভরে না।স্পর্শের মুহূর্তের অঙ্গীকার ভেসে যায় জলে। চুম্বন আস্বাদ নিয়ে দিঘিতে পদ্ম ফুটে ওঠে। পদ্মপাতায়
টলমল করে চোখের জল। হাত ছেড়ে যায়।
ছেঁড়া মেঘের মত দুজন দুধারে। আঁকড়ে ধরতে গেলে সাদা মেঘ একঝলক বৃষ্টি নামিয়ে শূন্যে মিলিয়ে যায়। সেই দিকে চেয়ে থাকে মন। স্মৃতির দর্পণে ভেসে ওঠে প্রিয় মুখ ।হারিয়ে ফেলা করতলের মায়াস্পর্শ লেগে থাকে কপালে।শারদীয় সন্ধ্যার পুজো পুজো আলোয় লালপাড় কাঞ্জিভরমে সাজতে সাজতে শুধু তার জন্য অবোধ মানকেমনে চোখে জল আসে
আনমনা কপালের টিপ একটু বেঁকে যায়। ঢাকের শব্দ , মাইকের গান আর বান্ধবীদের ডাকে সেই মনকেমন মিলিয়ে যায় বাতাসে।
No comments:
Post a Comment