হয়ে ওঠা
যদিও তুমি আজ নিভে গেলে
আগামীকাল পুড়বে যথাযথ মর্যাদায়
আর
এই দেশলাই-এর জন্য তৈরি হচ্ছে তরল গ্লিসারিন
ল্যাক্রিমালে প্রবাহিত জল টপটপ
উদ্বৃত্ত ধনসম্পদ পৃথক
ক্ষুধার্তের অন্ন নয়, বস্ত্রহীন মুখোশ-
ফ্যালফ্যালে ফুটপাত পায়ে হাঁটে
যদিও তুমি আজ দীপ্যমান
অবিরত ঝরছো বুকে
গিটারটি কান্না বিলিয়েছে সারারাত; আজ অবসর
ঘুমন্ত দশায় বাক্স পুষে রেখেছে নিঃশব্দ
আততায়ী আঙুলের খিদে জ্বলছে
আর এই অন্ধ সময়ে সব থিয়েটার জেগে উঠলো...
No comments:
Post a Comment