Tuesday 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় চঞ্চল নায়েক

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় চঞ্চল নায়েক


রঙিন পাত্র থেকে ঝিমলি ও তার কবিতা

সূর্যাস্তের পর আমি রঙিন হই
অথচ, ঝিমলি চির রঙিন এক আদি মানবী
 এখন পানীয় ছাড়া আমি নির্বাক সাদাকালো এক চরিত্র

অথচ, তার জোড়া ভ্রু-র নীচে গভীরতম যে দুটি চোখ ---
   সেখানে ঘাঁটি গেড়েছে আগামী শতকের 
কালজয়ী একাধিক কবিতার পঙক্তি... 

এভাবেই প্রিয় মানবীর careless beauty-কে 
 বর্ণনা দেওয়া যেতেই পারে
 কেননা,  নীল সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা প্রবাল  দ্বীপের সিংহাসনে তাকে দেখতে পেয়েছি অযুত বর্ষ ধরে...

আমার সমস্ত স্বেচ্ছাচার আজও গচ্ছিত রাখতে পারি
    ঝিমলির কোমল করযুগলে...
তার বিশুদ্ধ জলজ আবেগ আর সিক্ত প্রেমে
    আজও অক্ষর চাষ করে চলেছি
হে দ্বীপ-সখী, আমার অনন্ত যাত্রার পথে যেন
  তোমারই পঙক্তি ছড়িয়ে থাকে সর্বত্র...


No comments:

Post a Comment