Tuesday 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় বিকাশ চন্দ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় বিকাশ চন্দ 



রক্ত মোছে আত্মার শোকে

অনাবৃত সময় জড়িয়ে যত গার্হস্থ অসুখ
গোপনে বেঁধেছে স্বর বোধ আদি অন্তহীন, 
অদৃশ্য লক্ষ্যভেদে তন্ময় রাজা রানী পারিষদ 
মহানক্ষত্রে উজ্জ্বল জনপদ রুদ্ধ সভাঘর,
অবিনশ্বর ক্ষমতা বোঝে না তফাৎ বিষে অমৃতে
প্রাণ স্রোত বোঝে আমজনতা আত্মার ভাষা। 

অনাহুত আগুন শিখার দায় বোঝেনি ধর্ষিতা 
আরও কতখানি মুখ নিচু হলে মাটি ছোঁবে ঠোঁট, 
বর্ষা মেঘ উধাও নিভে গেছে আকাশ আগুন
বুকের ভেতর জ্বলে অজস্র দাহ শব্দহীন স্বর,
যমুনা বোঝে না তার স্রোতে ভাসে পোড়া কাঠ 
ক্ষমাহীন সময়ে অকাল রক্তে ভাসে সদ্য জন্মমুখ। 

অভাগী তুই জানিস কি জন্ম ও তোর মৃত্যু ও তোর
শাসকের ভাষা বোঝেনা কৃতজ্ঞতা বিনীত অক্ষর, 
ফুলের শরীর ছেঁড়ে আদি অন্ত কাল বিকৃত উল্লাস
মাটিতে উবুড় অশালীন সকল যন্ত্রণা জল রক্ত মাংস, 
নাম ধাম মিলেমিশে একাকার কখন আত্মপরিচয় 
অনাহুত সকল আঁতুড় ঘরে রক্ত মোছে আত্মার শোকে। 


No comments:

Post a Comment