Friday 15 October 2021

শারদীয় সংখ্যা ~ শ্রদ্ধার্ঘ্য

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা||

মল্ল সাহিত্য ই-পত্রিকা-র শারদীয় সংখ্যা ১৪২৮,২৮ শে আশ্বিন সংখ্যা,উৎসর্গ করলাম কবি শামসুর রাহমান কে ।


শামসুর রাহমান 

(জন্ম: অক্টোবর ২৩, ১৯২৯, মাহুতটুলি, ঢাকা – মৃত্যু: আগস্ট ১৭, ২০০৬ ) 

বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। শামসুর রাহমান পেশায় সাংবাদিক ছিলেন,দৈনিক মর্ণিং নিউজ-এ। 
 ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পরিবার নিয়ে চলে যান নরসিংদীর পাহাড়তলী গ্রামে। এপ্রিলের প্রথম দিকে তিনি লেখেন যুদ্ধের ধ্বংসলীলায় আক্রান্ত ও বেদনামথিত কবিতা ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’। তাঁকে আদমজী সাহিত্য পুরস্কার,বাংলা একাডেমী পুরস্কার,একুশে পদক,নাসির উদ্দিন স্বর্ণপদক,জীবনানন্দ পুরস্কার,মিতসুবিসি পুরস্কার (সাংবাদিতার জন্য),আনন্দ পুরস্কার এবং ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান সূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। কবি শামসুর রাহমান ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইচ্ছানুযায়ী ঢাকাস্থ বনানী কবরস্থানে, নিজ মায়ের কবরের পাশে তাঁকে সমাধিস্থ করা হয়।


No comments:

Post a Comment