মির্জার মার্জিনকাব্য ৮
একুশ পাতার পর বৃষ্টি থেমে গ্যালো
এদিকে পকেট ভরে উঠছে ধানে
অক্ষরের মাথায় মাথায় কার্ণিশ-পোকারা
খালের ওপর চু-কিতকিত জলেদের সাজগোজ চলে যায়
তাতে বিকেল পড়ে একফোঁটা
সেইসব ব্রিজেরা কোথাও নেই
অজস্র টা টা নিয়ে শূন্য হচ্ছে গানের ম্যানগ্রোভ
কে, কা'র ঘর দরজা?
ফকিরের কাঁধে আকাশ
মিনার লাগছে চাঁদে
তোমার পকেটভর্তি বৃষ্টি নিয়ে
অক্ষররা অধরাই থেকে গ্যালো
খুব ভালো লাগলো দিদি, ❤️
ReplyDelete