Friday, 15 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় সৌমাল্য গরাই

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় সৌমাল্য গরাই


গ্রহণ

আবর্তন ছিল না কখনো
তবু, গ্রহদোষ ছিল জ্বলন্ত সূর্যেরও 
চুরি করা সে এক অমোঘ আকর্ষণে
ছিল টান, আলোটির শিখা হয়ে থাকা
আর প্রস্থানের আগে অভিসারে যাওয়া
এ কেমন নিঃশব্দ গ্রহণ 
যেন গ্রাস করবে বলে বেরানো শিকারে
দেখি এক সরল রেখায় দেখা হওয়া দুজনেই
ঢেকে গেল গাঢ় অন্ধকারে

প্রস্তাব

একটা মৃত্যুর ভেতর হঠাৎ দেখা হবে আমাদের। প্রস্তাবিত সূর্যাস্তের পর  দেখব অন্ধকার বসে আছে।  হাতে রাখা অস্পষ্ট খামের মধ্যে  থাকবেে  গুচ্ছ  গুচ্ছ অভিমান, হয়ত বা না বলতে পারা শব্দের ব্যথা। বিস্ময়ে গুটিয়ে আসি শান্ত ঝিনুকের বালিদাগে। 

 একদিন ভুল অরণ্যে নিমেষে  চলে যাব— হবো শেষ পাতাটির পড়ে থাকা। প্রান্তর বিহীন, জ্যোৎস্নানিভ সেই রাতে দুজনের কেউই থাকব না অথচ দেখব পরস্পর আলিঙ্গনাবদ্ধ—পাশে পড়ে আছে আমাদেরই শতচ্ছিন্ন চোখ... 


1 comment: