গ্রহণ
আবর্তন ছিল না কখনো
তবু, গ্রহদোষ ছিল জ্বলন্ত সূর্যেরও
চুরি করা সে এক অমোঘ আকর্ষণে
ছিল টান, আলোটির শিখা হয়ে থাকা
আর প্রস্থানের আগে অভিসারে যাওয়া
এ কেমন নিঃশব্দ গ্রহণ
যেন গ্রাস করবে বলে বেরানো শিকারে
দেখি এক সরল রেখায় দেখা হওয়া দুজনেইঢেকে গেল গাঢ় অন্ধকারে
প্রস্তাব
একদিন ভুল অরণ্যে নিমেষে চলে যাব— হবো শেষ পাতাটির পড়ে থাকা। প্রান্তর বিহীন, জ্যোৎস্নানিভ সেই রাতে দুজনের কেউই থাকব না অথচ দেখব পরস্পর আলিঙ্গনাবদ্ধ—পাশে পড়ে আছে আমাদেরই শতচ্ছিন্ন চোখ...
খুব সুন্দর।
ReplyDelete