Friday 15 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় ভানুমতি সর্বজ্ঞ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় ভানুমতি সর্বজ্ঞ 


একলা সময়ে পোড়া সময়ের গন্ধ

প্রতিটি মাইল স্টোন অতিক্রান্ত হলে আমি নতুন দূরত্ব মাপতে বসি
গড়িয়ে যায় চাকা, চাকার সঙ্গে গড়ায় সময়, সময়ে লেগে থাকে অতীত
হিসেব গুনতে গুনতে দেখি
আমি একক দশকের ঘরে বসিয়েছি শতকের নামতা।
নিজের ভুলে প্রশ্ন করি নিজেকেই … কুয়াশা ধোওয়া মহাদেশ পেরিয়ে এসে
একদিন দাঁড়াতেই হল এই চৌরাস্তার মোড়ে …
অথচ ক্লান্ত পা দুটো বলে যায় অনেকটা চলেছে সে …
এবার বিশ্রাম চাই।
শুনেছি শেষ নিঃশ্বাস অবধি সীমান্তে না পৌছলে
ছুটি চাইতে নেই!
বিশ্বাসঘাতক হলুদ খামে বন্দি যৌন স্তব্ধতা
প্রতিটি স্বমেহনে ডানা মেলে দেয় এক একটা খোলা জানালা
ঘষা কাচ আঁকে অদ্ভূত আলতামিরা, ক্ষত ঢাকে বাদামী লিপস্টিক
এক একটা অসমাপ্ত রাত, সময়ের কোলাজ মেখে থাকে
জোনাকির পাখা।
কয়েকটা গোলকধাঁধা যখন এক হয়ে যায়
প্রার্থনা সময় পেরিয়ে নেমে আসে নির্মোহ ।
ইতিহাসে ক্ষতচিহ্ন গেঁথে, পীড়নের পথ পেরিয়ে,
সমুদ্র তখন শ্রান্ত, সেমিকোলনের মতন
হাইওয়ের পাশে ফুটে ওঠে কাশফুল
চুপিচুপি অনুসরণে মিশে যায় নিকষ গাঢ় রাত
সেই তো একলা হবার সময়!


1 comment:

  1. এক নিশ্বাসে পুরোটাই পড়ে নিতে হলো। অসাধারণ এক কাব্যিক চলন পেলাম গোটা লেখাটায়। কি আয়েশে গোলকধাঁধার জটিলতাকে পাশ কাটিয়ে একলা হতে পারা !!!

    ভাল লাগলো !

    ReplyDelete