খবর
হঠাৎ খবর আসে
তল্পিতল্পা গুছিয়ে নেয়ার সময়টাও নেই
আমি দেখলাম ধোঁয়া হয়ে উড়ে চলছি
একাই পশ্চিমের বাতাসে - ৷
হারানো সময়
পড়ন্ত বিকেলটা ম্লান হয় গোধূলির বাঁকে
অনুভবের উঠোনে তখন ক্লান্তির বাস
কৃষ্ণপক্ষের চাঁদ মেঘলা জোছনার ফাঁকে
হাসে -
হারানো একটি সময় সামনে এসে
দাঁড়ায় - ৷
বেশি প্রত্যাশা
শরতের কাশফুলে উৎসব আমেজ
নিরাভরণ দেবীর বোধন হয় -
দুর্বিনীত সময় গড়িয়ে যায় - ;
দেবীর কাছে প্রত্যাশাটা বেশি
মাটি আর জলে প্রাণের অস্তিত্ব নেই
দেবী ফিরায়ে নেয় মুখ - ৷
No comments:
Post a Comment