ব্ল্যাক উইডো
কিছু খিল্ খিল্ হাসি আর দু'টো হাত
এখনো হেঁটে চলেছে রেডউড আর
পাইনের জঙ্গলের পথ ধরে।
ওরা স্বপ্ন দেখে, ওরা পূর্ণিমার রাতে
হাড়িয়ার নেশা মেখে, জোছনার গল্প লেখে।
কে, যেন কখন এসে দিয়ে গেছে বিষের ছোবল,
একটু একটু করে আলগা হয়েছে হাতের বাঁধন।
ওরা মানেনি, মানতে পারেনি।
নারী হাত, পুরুষের হাতকে টেনে নিয়ে গেছে
অনেক দূর।
বিষের ছোবলে একটু একটু করে নীল হয়ে
চলেছে পুরুষ শরীর।
অবশ শরীরে, ফ্যালফ্যাল চাউনি, নেই মিলন,
নেই কোনো মাদকতা।
তবু হার মানেনি শাঁখা-পলা হাত।
প্রবল ভালোবাসায়, নিষ্পলক চোখে দু'হাতে
আঁকড়ে ধরে শুধু বাঁচার আশ্বাস দিয়েছে তাকে।
নিশ্চল শরীর যখন ঠাঁই নেয় হুইল চেয়ারে,
আবেগে গলা জড়িয়ে তখনও বলেছে সে মেয়ে,
ভালোবাসি তোমায় আজও।
সবাই একে একে ফিরে গেছে ঘরে,
শাঁখা পলা হাত শূন্য এখন।
সিঁদুর গোলা জলের বান এসেছে,
সেই রেডউড আর পাইনের জঙ্গলে।
মেয়েটা এখনও একমুঠো কালো ছাই নিয়ে,
আবারও সেই খিল্ খিল্ করে হাসছে।
ও হারতে জানে না। ও জানে ও নারী শক্তি।
বিসর্জনের ঢাক বাজছে, সবাই সিঁদুর খেলছে,
শুধু একটা থালা আসেনি আজ।
সে থালায় এক মুঠো সিঁদুরের ওপর একটা
ব্ল্যাক উইডো মাকড়সা অট্টহাসি হাসছে।
মেয়েটা, তখনও অদৃশ্য এক,
হাত ধরে আবারও বাঁচার,
স্বপ্ন দেখছে।
No comments:
Post a Comment