Friday 15 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় পার্থজিৎ চন্দ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় পার্থজিৎ চন্দ


মাছ

পশ্চিমের পর আরও কত পশ্চিম, অন্ধকার জল
সূর্য অস্ত যাচ্ছে, ঢেউয়ের মাথায় ঝকঝক করছে
আলোর অন্ধকার।
নোলকপরা মাছের হাঁ-মুখে
কয়েক ফোঁটা জলের সমুদ্র
তারা’রা মিটমিট করে জ্বলছে
গ্রাসের ভেতর তারাদের নিয়ে
মাছ তলিয়ে যাচ্ছে
তলিয়ে যাচ্ছে সূর্য

আগুন পাখি’রা

এই চরাচরে এসে দেখা
আকাশপ্রমাণ এক গাছ
মাথা নীচু করে ঝুঁকে,
ডালে ডালে তার কোটি কোটি
রংমশালের অবাক দহন
দিনশেষে তার কাছে পাখিদের ফেরা
আগুন পাখি’রা

প্রজাপতি

এখানে দাঁড়াও,
ঝরে পড়ে মহাকাশ-হিম
উপরে তাকাও, দেখ
চির-অন্ধকার আকাশের বুকে
সূর্য আর চাঁদ। ক্ষত-
হীন। চেয়ে আছে, একে অপরের
রহস্য দেখছে
যে ভাবে ছায়ার ভেতর
তোমার শরীর কাঁপে
ভীরু হরিণের মতো

জন্মসরোবর

এ ছায়া তোমার নয়
কোটি কোটি তারাদল
পার হয়ে জলের শরীরে
এ ছায়া পড়েছে
এ মুখ তোমার…
কোটি কোটি তারাদল দূরে
তুমি শুয়ে আছো
জন্মসরোবর তীরে

No comments:

Post a Comment