নিরেট বিবর
ছাঁকনির মতো স্মৃতি বিছিয়ে আছি এবেলা
যারা ঝরে গিয়েছে তাদের জন্য কোনো রোদ
জ্যোৎস্না কিংবা আঁধার আমাকে বিরক্ত করে না
নুড়িগুলো উল্টে পাল্টে যাচ্ছি নিরেট বিবর
তার ভিতরে এখনো কত যে ঝিনুক বীজ ফুটে আছে!
শুকনো পাতার আগুনে উষ্ণ সকালটাকে মনে পড়ে
অনেক অশ্লীল দৃশ্য তোমার হয়তো ছিল চেনা ...
সবক'টাকে ভাঙা ক্যানভাসে ভাসিয়ে আমি ঝানু ধীবর
জুজুৎসু
মৃত্যুর পরে
একটা বৃক্ষ দাঁড়াব পথের ধারে
পাখি চিনবে কোনো একদিন খুলে দিয়েছিলাম
তার পায়ের শিকল
রুগ্ন ঋতুর পাতারা ছুঁয়ে গেলে
জানতে পারবে নদী
এক পাহাড়ের পায়ে কুড়ুল মেরেছিলাম
তার হৃদয় ভেদ করে দাঁড়াতে চেয়েছিল
বেলার বাঁধন খুলে দিচ্ছে কেউ
ভূমির গভীরে আগুন ভিক্ষা এখনো
ঘোড়াজন্মের নিকটে মাফি প্রার্থনা ততটা
ছুঁয়ে দাও ঝলসে যাক এ জুজুৎসু
No comments:
Post a Comment