Tuesday 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় পল্লব গোস্বামী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় পল্লব গোস্বামী 


সুবচনী 


সু -       সুরেলা আভাস দিয়ে গেছে - এক সুপুরি গাছের স্বর 
           আমসরা রাখো ,  এবার 
পিটুলি সংগ্রহে যাই ...
পদ্মফুল কেনো ডাকো ?
 চোখের শিশির দিয়ে 
শুধু নীরবতা আবাহন ! 
       নৈঋতে পাশাপাশি একজোড়া হাঁস | খোঁড়া হাঁস , পাখি পাখি খেলা ...

ব -       বহুদূর আল্পনা আঁকা পথ | 
                  উঠোনে দুধপুকুর 
         প্রেয়সী এবার হাঁটো ...

চ -  চতুর চাহনি 
       টিকালো টিউলিপ
        রজনীগন্ধা তোমাদের মন |

নী -    নীল নীল 
          প্রথম রাতের আলো |
ভেঙে যায় লাল চুড়ি , দুধের গেলাস  ...
   যখন আদর ঢালো , যখন নিভু নিভু শিশ্নমহল ;
আরও আরও 
 তাড়িয়ে মারো প্রণয়পিয়াসী |


1 comment:

  1. অসাধারণ কবিতা ভালো লেগেছে আঙ্গিক। প্রণয় থেকে পরিণয় পথটিকে সুচারুভাবে কবিতায় ধরেছেন কবি। সমৃদ্ধ হলাম।

    ReplyDelete