Friday 15 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় শ্রীমহাদেব

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় শ্রীমহাদেব


প্রেম ১

তোমরাতো তাকিয়েছ শুধু 
আমি দেখেছি,গোপন চোখ
আলুথালু বেশ ,কাচের মতো স্বচ্ছ দেহ
হেন্তাল কাঠের চেয়েও পোক্ত মন

কস্তুরী খোঁজে দাঁড়িয়ে থাকা রোদ
ছাতা এবং লতা গুল্ম
স্যাঁতস্যাঁতে নোনা ধরা নেলপালিশ
বিবর্ণ ক্ষয়িষ্ণু দাঁত 

মরচে ধরা পেরেক অথবা শিঙ থেকে প্রস্তুত চিরুনি সবটাই সে ভালোবেসে 
যত্নে রেখেছে ,অথচ তার খোঁজ রাখিনি।

কালীদহে ঢেউ উঠলে বেরিয়ে পড়বো
নীলকন্ঠ হলে বেরিয়ে পড়বো
বাজ উড়ে গেলে বেরিয়ে পড়বো

বড্ড বেশি আশায় বেচেছি নিজেকে
পরিযায়ী মন শান্ত হলে একটি চুমুর আবদার শুধু।


প্রেম ২

আলস্য ঘিরে আছে চোখের ছায়ায়
গন্ধহীন  বর্ণহীন ফটিকজল
কুড়িয়ে পাওয়া শ্বাপদের মন
ব্যয়ভারে ন্যুব্জ ,
একটি মেঘ ,ঘড়া জল
বৈশাখী ব্যাকরণে ঝুলে থাকা 
গাছের পাতা,
ঋজু দ্বিচারিতায় মুক্ত শোক থেকে
খসে পড়ে ঘুম

নষ্ট ভালোভাষার মেঘ ভাসতে ভাসতে
কাজল চোখে এঁকে দেয়  পেলব রামধনু 
উদাসী হলেই ঘরের কোণে তৃপ্তি 
বাজার মন্দা মেনে নেয় সব অজুহাত।

No comments:

Post a Comment