জেরা
বিশ্বাস করুন
এভাবেই দাঁড়িয়ে দেখেছি স্যর
এই তো সেদিন
এই যে জুতো পরে আছি
ওই জুতো ছিল আর ছিল রাউন্ড নেক টি শার্ট
আজকের মত গোটানো ফুল স্লিভ নয়,
সেদিন মরা আঁচে পুরো মৃত ছিল না
মায়া সূর্যের দহন সংরাগ,
চিকচিকে কদমের কচিপাতায়
ঝির ঝির আষাঢ় চুঁইয়ে
সবুজাভ বীজের ভেতর লিখেছিল
এবার বীর্য স্রোতে এঁকে দিলাম পদ্ম গোলাপ
পাঁকের ভেতর পাঁকের ওপর
নাক ,আঙুল জিভ আর অপশনাল শরীর ছুঁইয়ে
হৃদ্য শিলায় ফুটেছি অক্ষর রঙে
উপমা উৎপ্রেক্ষায়
এভাবেই দাঁড়িয়ে দেখেছি
কুঞ্চিত কদম বৃক্ষের আক্ষেপানুরাগ
দেখেছি বৃক্ষতলের সুস্থ নরম ঘাস
আবার থ্যাতলানো ঘাসে রগড়ে যাওয়া
চক্র যানের বহুবর্ণ ইতিহাস
আর দেখেছি , স্যর
পালক খসিয়ে পালক পুড়িয়ে
পক্ষী দম্পতির ঘরে ফিরে আসা
শান্তির জলে।
No comments:
Post a Comment