কাগজের নৌকা
১টা শালিখ জয় করে নিয়েছো মন― আর তুমি ডুব-সাঁতার খেলছো! অনুরোধ তোমার কাছ থেকে ফিরে এসে― ভেবেছে অনেক। সাদা কাগজ অবজ্ঞার গল্প শুনতে-শুনতে বানিয়েছে কাগজের নৌকা― আর ভাসিয়ে দিয়েছে জলে। আমার মন কাগজের নৌকা হয়ে ভেসে চলছে শুধুই ― অজানায়। আমি জানি― পারবোনা কাগজের নৌকায় পাড়ি দিতে তেরো নদী―সাত সমুদ্দুর!
গোপন ঢেউ
আধোঘুমে বিশ্রামে তুমি উদাসীন হবার পরেত্তে― বা'পকেটে কৌতূহল নিয়া তোমাদের বাসার বাউন্ডারি দেয়াল পেরিয়ে―অনেক ভাবনার খসড়া করা গ্যাছে।...
গোপনে গ্রাম্য সোঁদা মাটির গন্ধ―কিছু শব্দ ভাবে। লিখে না। সেই শব্দগুলা তোমার অনুমতি চোখ ডাকলেই যায়। গিয়ে― থরোথরো প্রেমে আর জ্বরে ভুগে কিছুদিন বিছানা লয়ে―তোমারেই ভাবে!
ঝটিকা অভিযান
ঘটনার শিরোনাম অনুভূতিসমূহ―যেদিকে খুশি, সেদিকে যাক! ছোট্ট বাসা, ছোট্ট রুম ও রুমটার নড়বড়ে দরজা, জানালা―জানালার পর্দা, রংজ্বলা দেয়াল, নষ্ট দেয়াল ঘড়ি, নড়বড়ে টেবিল―টেবিলের উপরে আয়না-চিরুনি, প্লাস্টিকের জগ-গ্লাস, ট্যালকম পাউডার, স্নোর ডিব্বা, মলমের কৌটা, নীল তেলের শিশি, নাইলনের দড়িতে ঝুলানো মেয়েটার সেলোয়ার-কামিজ ও অন্যান্য যাবতীয় নারী পোশাক-সহ মফস্বল'এর হলুদ মুখের মেয়েটা মস্তিষ্কপ্রসূত ঝটিকা অভিযান চালিয়ে গেলো―
কুয়াশা কিছুক্ষণ চুপচাপ থেকে বললো―' ভালোই! '
আহ্লাদের বন
দেয়ালে টানানো আহ্লাদী ছবি পড়ে যাবার পর― পরকীয়া হাসলো।
সাথে সাথেই তেঁতুলের বনে আগুন!
তেঁতুলের কাঠই জানে কাঁচা অবস্থাতে কেমন জ্বলে।
শালিখ আর ঘুঘু খেলছে
হাততালি দিয়ে যাচ্ছে,
প্রকাশ্যে গোপনে আতাফলের ব্যবসায়ী!
৪টি কবিতাই সুন্দর। অভিনন্দন জানাই।❤️
ReplyDelete