Tuesday 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় প্রভাত চৌধুরী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা||  প্রভাত চৌধুরীর গুচ্ছ কবিতা


উইকলি রিপোর্ট

১ ॥

আমরা যারা সোমবারকে Monday  বলি
তাদের কোনো জলকাদার শৈশব নেই
লাল সুতোয় ফুটৌ এক পয়সার ঘুনসি পরা নেই
ভাঙা বিস্কুট চায়ে ডুবিয়ে খাওয়ার দিনের শুরু নেই
আমরা শৈশব থেকেই গৃহবন্দি
আমাদের বন্দিজীবনে হ্যারি পটারের ভূমিকা
অনেক বেশি , আমরা যারা সোমবারকে Monday বলি , 
তাদের না পাওয়ার কিছু নেই
তারা ' সব পেয়েছিস দেশ '-এর চরিত্র

08 .09 . 2021

২ ॥

আমরা যারা মঙ্গলবারকে Tuesday বলি
তাদের কোনো চিঁড়ে-মুড়ির ব্রেকফাস্ট নেই
তাদের আছে স্যান্ডোউইচ আর কমপ্লান 
আমরা খুব তাড়াতাড়ি বেড়ে উঠি
আমাদের বেড়ে ওঠার মধ্যে বার্থডে কেকের 
পাশে রঙিন বেলুন ওড়ে
কোনো গ্রামীণ মুরগি আমাদের ঘুম ভাঙায় না
আমাদের জাগিয়ে দ্যায়
ঘড়ির মধ্যে বসে থাকা মোরগটি

O8 . 09 . 2021

৩ ॥

আমরা যারা বুধবারকে Wednesday বলি
তাদের কোনো রং-বাক্স থাকে না
থাকে কালারবক্স , যাতে রঙের সংখ্যা
বারোতেই সীমাবদ্ধ নয় , ষাটে পৌঁছে যায়
আমরা ষাট দিয়েই পূর্ণ করি আমাদের রং-যাত্রা
এই জন্যই কি একটু বেশি রঙিন লাগে 
আমাদের কিশোরবেলাকে

08 . 09. 2021

৪ ॥

আমরা যারা বৃহস্পতিবারকে Thursday বলি
তাদের রূপকথার জগতে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি নেই
আছে রং-বেরঙেরফেয়ারি টেলস
 তারা Rapunzel Goldilocks -এর সঙ্গে খেলা করে
তাদের আলিদিনের আশ্চর্য প্রদীপ নেই
তাদের আছে  Aladin Magic Lamp
  টেমস নদীর জল কিংবা আল্পস পর্বতের তুষারপাত
লোমওয়ালা ভাল্লুকের বেশি দাপট
তাদের রূপকথায় রাক্ষস খোক্ষস নেই
তারা অর্থাৎ আমরা ছোটোবেলা থেকেই
ভয় থেকে নিরাপদ দূরত্বে বসবাস করতে অভ্যস্ত

08 . 09 . 2021.

৫ ॥

আমরা যারা শুক্রবারকে  Friday বলি
তাদের গ্রহণের দিনে 
তুলসীপাতার কোনো ভূমিকা থাকে না
থাকে গ্রহণ দ্যাখার চশমা
বক্সীগঞ্জে পদ্মাপাড়ে যে প্রতি শুক্রবার হাট বসে
সে খবর তাদের চোখো পড়ে না 
সে ফ্রাইডে আইল্যান্ডের দিকে হেঁটে যায়

 09 .09 .2021 ♢ 19 : 19

৬ ॥

আমরা যারা শনিবারকে  Saturday বলি
তাদের নিভন্ত আঁচে মাটির পুতুল বানানো হয় না
তারা সফ্ টটয় নিয়ে ঘুমোতে যায়
তাদের ঘুম ও জাগরণের মধ্যে
কয়েকটা ফ্লেমিঙ্গ ওড়াওড়ি করে
তারা জোড়া শালিক দ্যাখার মজা উপভোগ
                       করতে জানে না

09 . 09 . 2021 ♢ 19 :32


৭ ॥

আমরা যারা রবিবারকে  Sunday বলি
তারা ব্রেইল- বাইবেলের কথা জানি
মথি লিখিত সুসমাচার জানি
তাদের পরিচিত এক জন্মান্ধ বেহালাবদক
চার্চের বাইরে দাঁড়িয়ে বেহালা বাজান
তাঁর সেই বেহালাবাদন থেকে তৈরি হয়
এক মনোরম হ্রদ
সেই হ্রদে ব্রাউন চোখের যে Thrushরা বসবাস করে
তাদের ডাহুক ভাবলে ভুল হবে
 
আমরা যারা রবিবারকে Sunday বলি
তারা সকাল থেকেই গির্জায় 
যাবার কথা ভাবি , ঠিক এমনটা নয়

10 . 09 . 2021♢ 08 : 08 


                                              বিশেষ ঋণ স্বীকার : দেবায়ন চৌধুরী , নীলাব্জ চক্রবর্তী


4 comments:

  1. একবারে অন্যরকমের কবিতা। কবিতাগুলি বেশ উপভোগ করলাম। স্টাইলটি বহুদিন মনে থাকবে

    ReplyDelete
  2. আমি যুগপৎ মুগ্ধ ও বিস্মিত। অপার মুগ্ধতা রেখে গেল কবিতা সিরিজটি। কী যে সময়োপযোগী কবিতা না পড়লে সত্যিই ফসকে যেত।

    ReplyDelete
  3. খুব ভাল লাগল।

    ReplyDelete
  4. অনবদ্য ভঙ্গিতে লেখা কবিতা গুলি মনোযোগ কেড়ে নিলো

    ReplyDelete