আনন্দ-বিষাদ
অষ্টমী দিন... বৈষ্ণবী বিকেল
অকস্মাৎ মরে যেতে চায়
জিভের জলে,হলুদ কড়ায়;
পাশের বাড়িতে রাঁধা কাঁকড়ার ঝোল
ঘেমে যায় সুপ্তি;অনন্তের অবগাহন–
জানলা বন্ধ করি, গন্ধে রোমন্থন
কবেকার পুরোনো মৃত হংসীর স্বাদ।
লিপ্সায়–থেকে যায়,
বিষাদ-প্রতিমা... আনন্দ-বিষাদ।
সুন্দর
ReplyDeleteধন্যবাদ 😊🙏
Delete