স্ক্রিপ্ট
জীবনে বহুবার ভুল স্ক্রিপ্ট মুখস্থ করেছি
ডায়লগ বলতে গিয়ে বুঝেছি সব কথা জলের মত স্বচ্ছ হয় না
কথার পিঠে কথা জুড়তে জুড়তে অনায়াসে পৌঁছে গেছি হরপ্পা মহেঞ্জদরোর ভেতর
ইততিহাসের বুকে একটা গুমঘর আছে যেখানে
অনেক ষড়যন্ত্র গুপ্ত হত্যা ইটের পাঁজার মত জমা হয়ে রয়েছে
নিজেকে আবিস্কার করতে গিয়ে কাঠের মত চিরে ফেলি
দ্বিখণ্ডিত অংশ আকাশের দিকে ছুঁড়ে দিয়ে পরক্ষণে লুফে নিই
সময়ের সাথে সাথে স্ক্রিপ্ট ছোট হয়ে আসে৷
No comments:
Post a Comment