বিপরীতগামী
একটি অন্তরাল ছুঁয়ে
বসেছিলাম নির্জনে।
বুঝিনি সেদিন ঝড় উঠবে।
মেঘের ঘোমটা টেনে
উন্মুক্ত হতে চাওয়া তবে
কি ভুল মনস্থির ছিল?
দক্ষিণের ঝোড়ো হাওয়া
হিসাব গুলোকে তালগোল
পাকিয়ে তাকিয়ে ছিলো
আমার দিকে
কাঁপা কাঁ-পা ঠোঁটে।
গুমট প্রকৃতির মন নিয়ে
তাকাতে চাইনি আমি।
সাবলীল দৃষ্টি খুঁজেছিল তোমা-য়।
উত্তাল সমুদ্র ঢেউয়ের
উচুঁ-নিচুতে ধাক্কা
খেতে-খে-তে কিনারায়
ভেসে আসতে চেয়েছিলাম
ভেজা শরীরে।
কিন্তু সেদিন বুঝিনি যে
ঢেউ তীরের বিপরীতেও
কথা বলে।।
No comments:
Post a Comment