Tuesday, 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় শিকদার ওয়ালিউজ্জামান

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় শিকদার ওয়ালিউজ্জামান


যখন অশ্রু নামে নবগঙ্গায়

উত্তর জমিনে আশ্রম
|
দূরগ্রাম
|
নদীঘাট
|
শবের শ্মশান
|
ঘাটে বসে মেঘঢাকা অন্ধকার… বৃষ্টি ... ছন্দের ধ্যানে পাতায় পাতায় বিনয়ের জপ ...

দেহ রাখার ঘরে শ্যাওলা জমতেই আর একটি কাক বার্তা পাঠায়। জলের ভেসালে একাকী ফিঙে। কী এমন বিরহ তার? আমাদের সময় কেবলি ফুরোয়...

তোমার নগরেও মেঘ জমে। বসে থাকো জানালায়। কামনার মেঘ নিমেষেই হয়ে ওঠে ডাকপিয়ন। আমি আশ্রমে বসে মেঘের বারতা পড়ি... বৃষ্টি নামে নবগঙ্গায়... অগনিত ফোঁটা তৈরি করে জলজ ফুল...

ফুলগুলো মিলিয়ে গেলে, অদৃশ্য নাউয়ের গলুই আমাকে চোখ রাঙায়। শ্যাওলার বুকে নিঃশ্বাস রেখে টের পাই তোমার দীর্ঘশ্বাস। বুঝে নিই আশ্রমঘেরা প্রেমের জালি, মানুষের কঙ্কাল...


1 comment: