মধুবালা ও আনারকলি শহর
অন্ধকার এক মায়াবী শিল্প
সুযোগ পেলে অন্ধকারের শরীরেও জানলা খুলে যায়
আলো আসে সমস্ত অক্ষমতা ঢেকে
কুড়িয়ে পাওয়া চার আনার মতো
অথচ কি নিটোল হাসি
বুকের ভিতর থেকে একটা পাথর সরে যায়
দেয়ালচিত্রে মুচকি হাসেন রবীন্দ্রনাথ
প্রকৃত ভালোবাসা তো এরকমই
চোখের জলে যখন তার গন্ধ এসে মেশে
সমস্ত অনুভূতি দু-হাত বাড়িয়ে দেয়
অন্ধকার এক মায়াবী শিল্প
ভালোবাসতে বাসতে খুন হয়ে যায় ঈশ্বর
No comments:
Post a Comment