Tuesday 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় সুধাংশুরঞ্জন সাহা

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় সুধাংশুরঞ্জন সাহা


ইংগিতময়তা


জানি না, স্মৃতির মতো বিস্মৃতিও
সত্তার এক চালিকাশক্তি কিনা !

মহেঞ্জোদারোর চিত্রলিপি 
অথবা তুতেনখামেনের ধ্বংসস্তূপ ঘেঁটে
ইতিহাসের দুর্বোধ্য ইংগিতময়তা মাখি।
বিস্ময় মাখি জীবনানন্দ দাশের বনলতা সেনের
কিংবা শক্তি চট্টোপাধ্যায়ের অবনি বাড়ি আছো-র।

শিল্পের সংজ্ঞা নির্ধারণ করতে চেয়ে
প্রশ্নের পর প্রশ্ন সাজিয়ে 
সেই কবে থেকেই মুখিয়ে আছি!
কাকে বলে কলাকৌশল, রচনাশৈলী বা স্টাইল?
কাকে বলে আবেগ অথবা ইমোশন?
কাকে বলে কবিতার ভাষা?
কাকে বলব ব্যর্থ কবিতা !
নাকি, ব্যর্থতাও খুব দরকার,
সাফল্যের চাবিকাঠি খুঁজে পেতে!

No comments:

Post a Comment