ফুলস্টপ
কবিকে ছেড়ে দিতে হচ্ছে জলের অক্ষর আকৃতি, আধুনিক নৈঃশব্দ্য জ্ঞানে
একটি আপেল খেতে খেতে ব্যালকনি ছুটে যাওয়া
শেষ কামড়টি মহিলা সুইপারের ঝাড়ুর চোয়ালে!
তার চোখে কাঁদেনি হাতখসা প্রার্থনা শেষে আর্টফিল্ম
নগ্ন মায়ের বুকখোলা আকাশ দেখে একশো টাকা দেয়া হয়নি
পেটভরা হাভাতেরা তাকে শাড়ি পরাতে ব্যস্ত ছিলো
সেদিন আমার প্রেমিক বিপ্লব ঘটাবে বলে খালিহাতে থাকার দরকারি অজুহাত।
কেউ কেউ ফলমূল বেচে খাওয়ার সিদ্ধান্ত পাল্টে শাড়ির ব্যবসায় নামলো
প্রেমিকও আর ভোগে ফুলফল চড়াবে না বলে,
একটা গোটা বাস থামালো কালবেলা যতিচিহ্নে!
যেই বাসে মানবীরা বোকা বনেছিলো লিঙ্গের বিপরীত ঝড়ে...
দাবাড়ু বৃষ্টি
বন্ধ্যাত্ব কাটানোর পর, পোয়াতি নারীর পায়ে পানি আসার মতো এসব অতিরিক্ত বৃষ্টি
ফুলে উঠে চলন, ফুলতে ফুলতে ছিঁড়ে জুতো পরার সাধ
পায়েদের এমন কৌতুকে ঘোড়ার চাল নিয়ে ভাবি
যেসব চালে বাবার কাছে হারতে হারতে,
তাঁর তুমুল রেসের ঘর জুড়ে হয়ে উঠেছি অপদার্থ ঘোড়া!
ভাবতে ভাবতে এক মাথা বেড়ে বেড়ে আড়াই মাথা
ব্যক্তিগত খিচুনির ভেতর প্রসারিত হতে থাকে টগবগ।
বৃষ্টির ফোঁটাগুলোর দিকে এসব আড়াই চাল ছুঁড়ে দিতে হয়
জমিনের লাগাম ফসকে যেতে যেতে দেখা যাবে, সবটাই জুবজুবা দাবার কোর্ট!
সহজেই দুই ফালি করা যাচ্ছে একটানে।
No comments:
Post a Comment