Friday, 15 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় রূপক চট্টোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় রূপক চট্টোপাধ্যায়  


বিচ্ছিন্ন দ্বীপের  সঙ্গীত 


তুমি ছিলে
নীলাভ জল বিভাজিকায় 
বিচ্ছিন্ন দ্বীপের ধন! 
বহু ডুব সাঁতারের শেষে,
উজান পুরুষ আমি। ছুঁয়েছি তোমার 
উরুদেশের নারকেল বন। ছুঁয়েছি লবন নেশা! 
ছুঁয়েছি ঠোঁটের লালায় মেশানো উষ্ণতার ঝিনুক আড়াল! 

তার পর অসাড় হয়ে কত জন্ম পড়ে আছি, একা! 
ঘন বন। হলুদ বালুকায়, বজ্রপাত আঁকা 
মরণের ঢেউ খেলে। হায়,
আমায় ছেড়ে গেছে অসুখ! 

তুমি তবুও উত্তর পুরুষের 
দীর্ঘ বংশমালায় যেকটি শ্লোক সাজালে
কালের বালুকায় বসে.. একাকিনী!
তাদের জন্য অরণ্যের গাছে গাছে 
পাঠালে জোনাকী সংকেত!  তারা আসে, 
তারা আসে দলবেঁধে ।কোলাহলে। মানব উৎসবে! 


1 comment:

  1. খুব ভাল লাগল। প্রতিটি শব্দ নির্ভার প্রজাপতি বর্ণদ্যুতি ছড়িয়ে গেল।

    ReplyDelete