Tuesday 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় বিভাবসু

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় বিভাবসু 


শূন্যগর্ভপ্রেমের দিকে


একটা শূন্য থেকে আরেকটা শূন্যের দিকে হেঁটে যাচ্ছে কিছু শূন্যগর্ভ কথা 
কথার গভীরে জন্ম পাচ্ছে তেজস্ক্রিয় অনুকম্পা 

টানটান রহস্যের মতো মেরুদণ্ড খাঁড়া করে আছে মেয়েটি 
ভালোবাসা এমন বিধ্বংসী হবে কে জানতো! 
ছেলেটি মুখোশ খুলে রাখতেই ধূপগন্ধী হয়ে উঠলো
টগবগে ঘোড়ার মতো পেশীবহুল 

শূন্যতার মধ্যে ক্রমাগত শূন্যতার বিস্তার ঢুকে পড়ে 
বাড়িয়ে তোলে হইহট্টগোল, অস্থিরতা
তারপর অনিবার্য বিস্ফোরণ 
তারপরও কি শান্তিকল্যাণ আসে?

ভালোবেসে যে একা হতে পারেনি 
সে কী বুঝবে শূন্যতার মাধুর্য? 

প্রতিটি প্রেমের গভীরে বিস্ফোরণ থাকে
প্রতিটি প্রেমের গভীরে শূন্যতার বুদবুদ থাকে
বুদবুদগুলো সারাদিন বিপরীত  সাহচর্যের দিকে উড়ে যায়...


No comments:

Post a Comment