Tuesday 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় নিখিলকুমার সরকার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় নিখিলকুমার সরকার


সম্পর্ক-ছায়া...

বিলক্ষণ জানি ---
এ তোমার ফিরে আসা নয়, নিছকই 
পরিত্যক্ত আত্ম-অববাহিকায় প্রমোদ-ভ্রমণ... তবু 

এসেছ যদি, একটু বসো...  তোমার কবিতা
অন্তহীন পয়ারের পথে অনির্ণেয় বাঁক নিয়ে
সেই কবেই অদৃশ্য হয়ে গেছে, আমাকে উজাড় করে 
সব শব্দ নিয়ে গেছে বহমান মোহিনী আড়ালে... 
এখন তো আমি শব্দহীন মহাশূন্য, বিকেলের 
নিরেট পাথর এক --- সর্বাঙ্গে আমার 
মৃত শ্যাওলার দাগ, স্রোতশব-গন্ধ... এমত আমাকে 
যদি সহ্য করতে চাও, তবেই বসো 

শরীরী চিহ্নে আমরা নয় 
পাশাপাশি আমাদের এই অনিত্য সম্পর্ক-ছায়া 
ছুঁয়ে থাক, বাংলাকবিতার নিত্য-বৈভব... কতক্ষণই বা 
ওই তো --- বক উড়ে যাওয়া অনতিদূরের সূর্যাস্ততক 


1 comment: