Tuesday, 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় ফটিক চৌধুরী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় ফটিক চৌধুরী


সেই বারান্দা
হারানো রাস্তায় হাঁটতে হাঁটতে
      বহুতলের বারান্দা আমায় ডাকল
আমি খুব মন দিয়ে হাঁটছিলাম
     রাস্তাটা সেসময় বারান্দা হয়ে গেল
এখন আর মনে রাখতে পারি না
                       কখন কী যে হয়ে যায় !
মনোযোগ দিয়ে কিছু করতে গেলে
    কিছু অমনোযোগী হাওয়া ঢুকে পড়ে
গাছ থেকে ঝরে পড়ে বিবর্ণ পাতা
রোদ্দুর ঢুকে পড়ে মেঘের আড়ালে
        চমৎকার ফুলগুলো ঝিমিয়ে পড়ে।

আমি বারান্দাকে ডাকি :
'এসো, আমার সঙ্গে হাঁটো
একসঙ্গেই তো আমাদের হাঁটার কথা ছিল'।
আমি আবার অমনোযোগী হয়ে 
                           হাঁটতে গিয়ে হোঁচট খাই।
সেই বারান্দাটা ঠিক তখনই 
আমার সামনে থেকে উধাও হয়ে যায়।


No comments:

Post a Comment