Friday 15 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় প্রসেনজিৎ আচার্য

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায়  প্রসেনজিৎ আচার্য


ক্ষরিত অক্ষর
              
সূর্যের বলয়ে অতিক্রান্ত মৃত্যুর এফিমেরিজ
জৈবিক বেতারে লজাঁরি ভিজে গেছে কখন 
উত্তাপ নিভে গেলে চ্যাপটা নদীর স্বরলিপি 


                      ...... অম্বুবাচী

                     আবার জোয়ার .....
   
হাড়ের ভিতর আদিম ভাস্কর্যের শুকিয়ে যাওয়া 
তোমার প্রত্নক্ষেত্রে শতধা অন্ধকার —
                                          রাত্রে খোলে পথ;
উদ্ভ্রান্ত আমি অক্ষর খুঁজে চলি
হস্তরেখার বাইরে প্রাক্তন রেখাপাত !
     দেখি, মেদ আর মাংসের সুঢৌল সম্ভার 
তারপরও আছে প্রখর গদ্যের সুদীর্ঘ ইতিহাস...
               

No comments:

Post a Comment