হারানো রেললাইন
ডেকে ডেকে বলা যেতেই পারে হারিয়ে যাওয়া রেললাইনের কথা
তার রোমাঞ্চ–সফর, ঝরনার কলতান, অসভ্যরকম ভিড় কামরা
একের পর এক সুড়ঙ্গের রোমাঞ্চ, তখন তো ৩৭ সুড়ঙ্গের ঝমঝম
যে অন্ধকারে ভূতেরা সব বাসা বেঁধে থাকত, ভাল ভূত, দুষ্টু কিম্ভূত
টিলার পর টিলা, পাহাড়, উপত্যকা, ঝরনা— জীবনের কত রং
পাহাড়ী রমনীর উদ্ধত স্তনে লেগে আছে কত শতকের লাঞ্ছনা
ভোরের আলোর মতো কমলালেবু—হারেঙাজাও, জাটিঙ্গা
হাফলঙে ঔপনেবেশিক কাঠের দোতালায় দুপুরের চিকেন–ভাত
আহা, পাহাড়লাইন যদি ঘুমিয়ে ঘুমিয়ে চলে যায় দক্ষিণ মেরু
সেখান থেকে টন টন বরফ এনে শিলচরের আকাশে লেপে দিলে
গরম তো যাবে কমে। আহা! গরমকে বুড়ো আঙুল দেখিয়ে তখন
বসবে কবিতার আসর, ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে মাফলার গলা
বৃষ্টিতে ভিজতে ভিজতে কাকতাড়ুয়ার নকল পোশাকে মুখ ঢেকে
আমারা তখন স্লেজ গাড়িতে সওয়ার, এ–বাড়ি ও–বাড়ি, দরজায়
দরজায় আনন্দ–হুল্লোড়, কত বাড়ি পড়ে আছে জনশূন্য চৌকাঠ
অতীতের চিঠির ওপর স্মৃতির গালা লাগিয়ে আমরা বন্ধ করে
দিতে চাইছি সব পথ— ডাইনে–বাঁয়ে, আরও কত না দিক
ডেকে ডেকে বলা যেতেই পারে হারিয়ে যাওয়া রেললাইনের কথা
তার রোমাঞ্চ–সফর, ঝরনার কলতান, অসভ্যরকম ভিড় কামরা
একের পর এক সুড়ঙ্গের রোমাঞ্চ, তখন তো ৩৭ সুড়ঙ্গের ঝমঝম
যে অন্ধকারে ভূতেরা সব বাসা বেঁধে থাকত, ভাল ভূত, দুষ্টু কিম্ভূত
টিলার পর টিলা, পাহাড়, উপত্যকা, ঝরনা— জীবনের কত রং
পাহাড়ী রমনীর উদ্ধত স্তনে লেগে আছে কত শতকের লাঞ্ছনা
ভোরের আলোর মতো কমলালেবু—হারেঙাজাও, জাটিঙ্গা
হাফলঙে ঔপনেবেশিক কাঠের দোতালায় দুপুরের চিকেন–ভাত
আহা, পাহাড়লাইন যদি ঘুমিয়ে ঘুমিয়ে চলে যায় দক্ষিণ মেরু
সেখান থেকে টন টন বরফ এনে শিলচরের আকাশে লেপে দিলে
গরম তো যাবে কমে। আহা! গরমকে বুড়ো আঙুল দেখিয়ে তখন
বসবে কবিতার আসর, ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে মাফলার গলা
বৃষ্টিতে ভিজতে ভিজতে কাকতাড়ুয়ার নকল পোশাকে মুখ ঢেকে
আমারা তখন স্লেজ গাড়িতে সওয়ার, এ–বাড়ি ও–বাড়ি, দরজায়
দরজায় আনন্দ–হুল্লোড়, কত বাড়ি পড়ে আছে জনশূন্য চৌকাঠ
অতীতের চিঠির ওপর স্মৃতির গালা লাগিয়ে আমরা বন্ধ করে
দিতে চাইছি সব পথ— ডাইনে–বাঁয়ে, আরও কত না দিক
No comments:
Post a Comment