Tuesday 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় রিতা মিত্র

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় রিতা মিত্র


প্রতিশ্রুতি
  
ঘুমের সরণি দিয়ে হাঁটিনি বহুদিন
ফ্রিজ খুলতেই উন্মুক্ত হল কুয়াশার দল
বেআব্রু  দু:খ গুলোকে  জড়িয়ে ধরে বুকের মাঝে
দেয়াল থেকে উঁকি দেয়া বটগাছ আকাশ ছুঁয়ে দেখার অভিলাষ নিয়ে বেঁচে আছে আজও
রাতের কালো পালকে চাঁদনীর শীতল স্পর্শ
দেয়ালে ঝুলে থাকা ক্যালেন্ডারে দিন পাল্টায়, পাল্টায় ঋতু
ঘুমকাতুরে জানালার পাশে দাঁড়িয়ে আছি আজও 
শুনি প্যাঁচার চিৎকার, রাত পাখির ডানাঝাপটানি
নিশ্বাসে জড়ায় বকুল গন্ধ
অনন্তের পথে দৃষ্টি স্থির লেগে
যদিও ফিরে আসার কোনো প্রতিশ্রুতি দিয়ে যাওনি। 


No comments:

Post a Comment