Friday 15 October 2021

শারদীয় সংখ্যা ~সম্পাদকীয় নয় কিন্তু

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| সম্পাদকীয় নয় কিন্তু 
                                                                        অভিজিৎ দাসকর্মকার 


সম্পাদকীয় নয় কিন্তু 


আজ মহাদশমী,এ পূণ্যলগ্ন বড্ড মন খারাপের, আজ দেবী নিজগৃহে রওনা দিলেন দোলায় চড়ে,সমস্ত মড়ক বিনাশ হোক এই আশা রাখি।এই বছর মল্ল সাহিত্য ই-পত্রিকা ২টি শারদ সংখ্যা প্রকাশ করলো, আজ ২৮শে আশ্বিন, ১৪২৮ দ্বিতীয় শারদীয় সংখ্যা, উৎসর্গ করলাম বিখ্যাত সাংবাদিক এবং কবি শামসুর রহমান কে। এই সংখ্যায় প্রচুর শক্তিশালী কলম তাঁদের শব্দ ঝংকারে আলোড়িত করবেই পূজো মরশুমি পরিবেশ আর কবিতা, জর্নাল, মুক্তগদ্য অণুগল্প, ঝুরো গল্প এবং অনুবাদ সাহিত্যের বিশাল সম্ভার।

সম্পাদকীয়, তাই কিছু বলতেই হয়,সকলে সকলের লেখা,পড়ুন।নিজস্ব স্বাধীন মতামত দিন।নিজেদের লিংক ফেসবুকে শেয়ার করুন।আপনাদের লেখা লিংক খুলে পাঠক পড়লে আমার পত্রিকার ভিউয়ার বাড়বে,এটিই আমার পরিশ্রমের ফল।তাই কেও স্ক্রিনশট দেবেন না।

সকলে সুস্থ থাকুন, নির্দিষ্ট দূরত্ব থেকে প্রতিমা দর্শন করুন। 

সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বি তে | 
ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোস্তু তে || 

No comments:

Post a Comment