Tuesday, 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় রবীন বসু

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় রবীন বসু


অমেয় বিষাদ ও আত্মরতি




বিষাদ নিমগ্ন বর্ষা দাঁড়িয়েছে ঠায়

ওই দেখো চরাচর আবছা লৌকিক

জলধারা মাখে বৃক্ষ সবুজ সংকেত


শিকড়ে কিসের টান? সাবলীল প্রাণ

প্রাচুর্যে ভরেছে দেখি আনন্দিত মন

তারও আছে প্রত্যাশা, গুপ্ত অভিপ্রেত।



প্রেম যেন হেঁটে আসে আকুলিত অন্ধ

বৃষ্টির শরীর ছুঁয়ে হাতড়ানো স্পর্শ

শরীরে দহন চিহ্ন পরাজিত ক্ষত


অভিমান নিয়ে আসে আক্ষরিক কষ্ট

শূন্য সড়ক পেতেছে ব্যাকুল ভ্রমণ

হৃদয় চেয়েছে তবু অন্য কারো মত।



অচেনা সুড়ঙ্গ ধরে গোপন যাওয়া

গভীরের জলস্তর আতপ্ত অধির

তলদেশ থেকে উঠে আসছে অমূল্য


নির্নিমেষে দেখে যাই অদ্ভুত আবহ

পরত সজ্জিত এই আকীর্ণ আকর

কী যেন সে লিখে রাখে আপন বাহুল্য।




2 comments:

  1. আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই সম্পাদক মহাশয়কে।🙏❤️

    ReplyDelete
  2. আন্তরিক ধন্যবাদ জানাই সম্পাদক মহাশয়কে 🙏

    ReplyDelete