চুড়িঘরের গলি
সপ্তম বাতিস্তম্ভের পর রূপকথা চুড়িঘরের গলি।
নীরব জ্যোৎস্নার মতো
দাঁড়িয়ে থাকে সাঁতারু যুবতী।
বুকে পা জুড়ে কেউ ধীরে এসে দাঁড়ায় নিশব্দে।
কিছুটা পথ শেষে উৎসুক শালিকের মতো নির্বাক ঠোঁট
ছায়াদৃশ্য রচনা করে ইশারার গভীরে মিশে যায়।
নির্জন তরঙ্গ ভাঙতে ভাঙতে ই পুরুষের অভিমান জমা হতে থাকে।
মায়াভ্রমণের ক্লান্তি বাড়িয়ে নির্বিকার পলায়ন।
বরফ শীতে ভিজতে থাকে পরিত্যক্ত বাতিস্তম্ভগুলি।
অনুযোগহীন পড়ে থাকে ঘুমন্ত চুড়িঘর !
No comments:
Post a Comment