Friday, 15 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় মারুফ আহমেদ নয়ন

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় মারুফ আহমেদ নয়ন

আশ্চর্য বরফের গ্রামে


মনে করো, ঘৃণাভরে প্রত্যাখানের দিন, তুমুল বৃষ্টি ঝরছিলো। তারপর শীতল হাওয়া, আমি জুতো জোড়া ফেলে এলাম, পায়ের নিকট কৃতজ্ঞতা, যেনো যে এই মূর্খ শরীর বহন করে এতোপথ নিয়ে এলো। আমি ফিরে যেতে চেয়েছিলাম, অথচ পথগুলোর দূরত্ব তোমার সমানুপাতিক। সূর্য উদিত হলো, সকাল, আমি তোমার মুখশ্রী দেখে ফেললাম। তোমার দিকে ধাবিত মন, ক্ষয় করে ফেলেছে একটা সম্পূর্ণ গ্রীষ্মকাল। 
নিজের ছায়ার দিকে তাকিয়ে থেকে কেটে গেলো ক্ষুধা-তৃষ্ণার যুগ। আমার যে উষ্ট্রীর দুগ্ধপান করার ছিলো, তা মরে গেলো। পৃথিবীর শেষ প্রান্তে স্লেজগাড়ি টানতে টানতে কুকুরগুলো  হাঁপিয়ে উঠলো, তারপর ববরফ খন্ডের ভেতর লুকানো মাছ, প্রিয় আমিষ, তোমার পায়ের নিচে অগভীর সমুদ্র।
নিভে যায় কুপি, মাছের চর্বিতে জ্বালানো আগুন, ধসে পড়ে বরফের সংসার। তোমাকে বলি, এই আশ্চর্য বরফের গ্রামে আমাদের মৃত্যু হোক।


1 comment: