মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৫-তম প্রয়াস
পাখি রঙের আকাশ ---- ৩ হরিৎ বন্দোপাধ্যায়
রোজ একই সকাল, একই দুপুর। তবু হঠাৎ করে কোনো একদিন সকালে একটা চড়ুই পেয়ারা ডালে চুপ বসে থাকে। একটা দুপুর হঠাৎই একখণ্ড মেঘের ছোঁয়ায় বিষন্ন হয়ে যায়। আর ঠিক তখনই তোমাকে আর খুঁজে পাওয়া যায় না। ডুব সাঁতারে গিয়ে ওঠো কোনো দূর স্টেশনে। চুপ বসে থাকো। কিছু খোঁজো। হয়তো কাউকে। নির্দিষ্ট সময়ে উড়ে যায় ট্রেন। কেউ কেউ দু'দণ্ড দাঁড়ায়। তারপর শব্দ, কথা উড়ে গেলে তুমি একা পড়ে থাকো। একসময় পশ্চিমের টিপ মুছে গেলে ডাকে সাড়া দাও। কাহিনী উড়তে থাকে। কেউ ধরে, কেউ ধরে না। স্টেশন চত্বরে পড়ে থাকে একপাটি ছেঁড়া জুতো, সিগারেটের ছেঁড়া প্যাকেট।
No comments:
Post a Comment