মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১১-তম প্রয়াস
নদী-একটি জীবন্ত দলিল রোনক ব্যানার্জী
নৌকা,
একটি প্রাণের অবয়ব, হাসি-কান্নার লম্বা রেসের ঘোড়া;
পাল,
চর্মাবৃত শরীরের ওড়না,ইজ্জত রক্ষার সমীকরণ সূত্র।
স্রোত,
কাঁচের শিশিবন্দি জীবনরস,সংবহনকলার উপাদান
পরিবাহীর মুক্ত ইলেকট্রন, পরিযায়ীর মুক্তমনা রসদ।
তরঙ্গ,
পুরুষের অবতার,দশ দশার মতো ভ্রাম্যমাণ প্রতিনিধি
ভায়োলিনের মূর্ছনায় গড়ে ওঠা আবেগী আস্তাবল, কুয়াশার ঔরস হতে জন্ম নেওয়া বাতাবী গাছ।
মাঝি,
একটি পারিজাত বৃক্ষের মতো সহিষ্ণু বলির পাঁঠা
দেহপীঠের আচমনে ওম নেওয়া সাধক,
যোগাসনে উপবিষ্ট অদৃষ্টের দাস, শাসকদের চেয়ারম্যান।
No comments:
Post a Comment