মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১০ম- তম প্রয়াস
ভুল রঞ্জনা ভট্টাচার্য্য
ভুল রঞ্জনা ভট্টাচার্য্য
ছলাৎ কোনো ভুল
নিঝুম চিন্তায়
ভয়ের সাথে যোগসাজশে
অপ্রাপ্তির দরজায়,
বলে চৌকাঠ মাড়াবেন না।
ঘোলাটে মনের কোনো আকাশ নেই,
শুধু ডুবসাঁতার, অন্তহীন সাদা পাতায়
ঘিয়ে রঙের অবাক স্ফুরণ!
সারল্যকে হত্যা করার পর
লেডি ম্যাকবেথের মোমবাতি দহনে
হাঁটে আত্মঘাতী রাত;
বিষাদ বলে মৃত্যু এক ভুল অলৌকিক ঘটনা।
কাঁচুলি আর কুর্চির লুকোচুরি তে
ভুল করে স্বামীর প্রাক্তনী র জন্য মনখারাপ।
কায়ার প্রতিটি রেখায় লেখা আমার নির্বাসন।
No comments:
Post a Comment