Tuesday 14 January 2020

অভিজিৎ দাসকর্মকার

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১৪-তম প্রয়াস












ভার্জিন             অভিজিৎ দাসকর্মকার

গাছহীন দাঁড়িয়ে, পালসরেট বাড়ছে আর,
শব্দ উচ্চারণ করছি। সামনে অনুরণনিত হাওয়া জামার কলারে।

অনেকটা দূরেই মিথ্যাগুলো অংকের পাশাপাশি সিঁড়ি ভাঙছে।
        কতটা ধনাত্মক?

তারপরও মুখের ওপর ভিত্তি প্রতিষ্ঠিত করার কথা চলছিলো |

সর্বশেষ অংশের হিসেবে ব্যবহার করা হোক প্রচ্ছন্ন হাসি।
    চাঁদের পিছন থেকে বেরিয়ে আসুক শোভা বালিকা।

এখনও শতকরা ভাগই সাদা আর ভার্জিনের মিল ও মিশের প্রথম বন্ধনীতে আবদ্ধ।

     তাই গর্ভকেশরে নিষিক্ত হচ্ছে বিড়াবতি নদীর রাঢ়জল___

1 comment: